প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ২ ধর্ষক আটক

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৬, ১৮:১২

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীর ডিমলায় বাকপ্রতিবন্ধী এক যুবতীকে গণধর্ষনের অভিযোগে দুই ধর্ষক কে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। একই সাথে ধর্ষিতা ওই যুবতীকে উদ্ধার করা হয়েছে।

উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর ডান তীরে অবস্থিত বাঁধ, দোহলপাড়া নামকস্থানে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) গভীর রাতের এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ওই রাতে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন- উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে ফুলচাঁদ (৪০) ও একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে আশরাফ আলী (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বেশ কয়েকদিন ধরেই বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ওই তরুণীতকে দোহলপাড়া বাজারে অবস্থান করছিল। এ অবস্থায় ঘটনার দিন রাতে আটককৃত দুইজন তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে গোপনে তিস্তার বাঁধের নির্জন এলাকায় নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় এলাকাবাসী এ কুকর্ম দেখে ফেলে ধর্ষণকারী দুইজনকে আটক করে ডিমলা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, এ বিষয়ে উক্ত ইউপির দাফাদার আব্দুল লতিফ বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছে। যাহার মামলা নম্বর-১৫।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত