বিধবাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১৩ জুলাই ২০১৬, ১৬:৫৩

জাগরণীয়া ডেস্ক

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বিধবার সঙ্গে ‘প্রেমের সম্পর্ক গড়ে’ বাড়ি থেকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মোড়েলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, মঙ্গলবার (১২ জুলাই) রাতে ওই নারী মোড়েলগঞ্জ থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় উপজেলার পশুরবুনিয়া গ্রামের জাকির হাওলাদার ও অন্য তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতাপরিচয় আরও একজনকে আসামি করা হয়েছে বলে পরিদর্শক তারক বিশ্বাস জানান।

ওই নারীর বরাত দিয়ে তারক বিশ্বাস বলেন, প্রায় তিন মাস আগে জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার (১১ জুলাই) বিকালে জাকির মোবাইল ফোনে তার মায়ের অসুস্থতার কথা বললে ওই নারী তার এক ভাতিজিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় গ্রামের একটি বাগানে নিয়ে জাকির ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে।

পরিদর্শক তারক বিশ্বাস  বলেন, ওই নারীর সঙ্গে থাকা ভাতিজি পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। তবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জাকিরসহ তার সহযোগীরা পালিয়ে যায়। বুধবার (১৩ জুলাই) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আসামিদের ধরার চেষ্টা করছে বলেও তিনি জানান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত