কুলাউড়ায় টিলা কর্তন, রেললাইনে দুর্ঘটনার আশঙ্কা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৭, ২২:৫৬
অবৈধ উপায়ে টিলা কর্তনে সারা দেশে ভূমি ধসে দেশের সামরিক-আধাসামরিক, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এমন করুণ দৃশ্য দেখেও বোধোদয় হচ্ছে না কুলাউড়া উপজেলার বরমচালের রেল স্টেশনের আশেপাশে বসত করে থাকা বাসিন্দাদের।
দিনে দুপুরে রেললাইনের পাশের টিলাভূমি কর্তন করছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। এতে কর্তনকৃত ভূমির উপরে অবস্থিত বাঁশ-গাছ অথবা ভূমি ধসে রেললাইন কিংবা চলমান ট্রেন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আলহাজ্জ্ব মোঃ হানিফ নিজে বাদী হয়ে এবং স্থানীয় হারুন মিয়া, ফুল মিয়া, রফিক মিয়াসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে বিবাদী করে কুলাউড়া রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও কোন এক অদৃশ্য কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
স্থানীয় চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান বলেন, রেলের টিলা কাটা হলে এটা অন্যায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখবো।
কুলাউড়া রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাসেল বলেন, আমরা তদন্ত করেছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।