রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

প্রকাশ : ১৮ মে ২০১৬, ১২:৩০

জাগরণীয়া ডেস্ক

স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৪৪তম আইপিএ ইভেন্টস এ যোগদানের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে উদ্দেশ্যে ১৬ মে ঢাকা ত্যাগ করেছেন।
১৭ মে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ থেকে ২০ মে পর্যন্ত সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিতব্য ৪৪তম আইপিএ ইভেন্টস অনুষ্ঠিত হবে।

সফরকালে তিনি তাঁর সম্মানে সেন্ট পিটার্সবার্গের সামার প্যালেসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাথরিন প্যালেসের আম্বার কক্ষে আইপিএ সিআইএস কাউন্সিলের চেয়ারপার্সন ভ্যালেন্টিনা মেটভিয়েনকো এর পক্ষ থেকে প্রদত্ত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়াও তিনি আইপিএ সিআইএস কাউন্সিলের চেয়ারপার্সন ও ফেডারেল এসেম্বলি অব দি রাশিয়ান ফেডারেশন এর স্পিকার ভ্যালেন্টিনা মেটভিয়েনকো সিএসটিওপিএ’র চেয়ারপার্সন ও ফেডারেল এসেম্বলি অব দি রাশিয়ান ফেডারেশন ডুমার স্পিকার সার্গেই নারিসকিনের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশনের প্রধানদের বৈঠকে অংশ নেবেন, রাশিয়ার উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং ৪৪তম আইপিএ সিআইএস প্লেনারি সেশনেও অংশগ্রহণ করবেন। সফরশেষে ২০ মে, স্পিকার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস.

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত