ক্রিকেটার সানিকে স্ত্রীর সঙ্গে সমঝোতার নির্দেশ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৭, ০০:৩৩
নারী নির্যাতনের মামলায় আগামী ১০ দিনের মধ্যে স্ত্রী নাসরিনের সঙ্গে সমঝোতা করতে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
৬ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম কামরুল হোসেন মোল্লা এ নির্দেশ দেন।
এর আগে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জামিনে ছিলেন সানি। মেয়াদ শেষে তার আইনজীবী আবার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের মেয়াদ ১৭ জুলাই (সোমবার) পর্যন্ত বাড়ান এবং সানিকে সমঝোতার নির্দেশ দেন।
সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, গত ৯ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নারী নির্যাতনের মামলায় সানিকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সে জামিনের মেয়াদ ৬ জুলাই শেষ হয়। এ জন্য সানির পক্ষে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।
প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।