গুলশানে উপস্থিত পুলিশের ৪ এপিসি কার
প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ০১:০০
রাজধানীর গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্তোঁরায় সন্ত্রাসী আক্রমন এর জের ধরে পুলিশের বিশেষায়িত টিম ‘সোয়াত’ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এছাড়া বোমা নিষ্ক্রিয়কারী দল, পুলিশের ৪টি এপিসি কারও ঘটনাস্থলে আনা হয়েছে।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা মেট্রোপলিশন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের ডিজি বেনজির আহমেদ এবং র্যাব, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেস্টুরেন্টটির পাশে লেকভিউ হসপিটাল ও নরডিক ক্লাব নামে দু’টি ভবন রয়েছে।
এদিকে ওই ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। রেস্তোঁরার ভেতরে বিদেশি নাগরিকসহ ৩০ জনের বেশি মানুষকে সন্ত্রাসীরা জিম্মি করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ভেতরে প্রবেশ করতে চাইলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত পুলিশ রেস্তোঁরার ভেতরে প্রবেশ করতে পারেনি। আক্রমন এর কারণ কিংবা আক্রমনকারীদের পরিচয়ও জানা সম্ভব হয়নি।