গুলশান হামলা: ওসি সালাহ উদ্দীন নিহত

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ০০:২৮

জাগরণীয়া ডেস্ক

ঢাকার অভিজাত এলাকা গুলশান ২ এর ৭৯ নং সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালিয়েছে কিছু অস্ত্রধারী যুবক। এ সময় সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিময়ের অভিযানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরো ৩ জন পুলিশ সদস্য।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐ রেস্তোঁরার ভেতরে আটকা পড়েছেন অনেকে। এর মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে ৮/৯ জন অস্ত্রধারী যুবক ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিতে দিতে হলি নামক ঐ রেস্তোঁরায় আক্রমন চালায়। এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে সবাইকে জিম্মি করে নেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন আহত হন।

রেস্তোঁরার ভেতরে কিছু বিদেশি নাগরিকও আটকা পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেছেন, "কিছু বিপথগামী যুবক এই স্প্যানিশ রেস্তোঁরায় আক্রমন চালিয়েছে। কয়েকজন বিদেশি নাগরিকও ভেতরে রয়েছেন। তবে কেন তারা আক্রমন চালিয়েছে, কি তাদের দাবি তা এখনো আমরা জানতে পারিনি। আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে এই ঘটনা সমাধান করার"।

জাতীয় নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা না বলে কোন অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করারও অনুরোধ করেন তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত