মিরপুরে গৃহকর্মী নির্যাতন, মামলা দায়ের
প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৬:০৯
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/07/03/image-9817.jpg)
রাজধানীর মিরপুর এলাকায় সাবিনা আক্তার (১১) নামে এক শিশু গৃহকর্মীর উপর অপরিসীম শারীরিক নির্যাতনের অভিযোগে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার এসআই আসিফ ইকবাল। তিনি জানান, ২ জুলাই (রবিবার) সন্ধ্যায় পল্লবী থানায় নির্যাতিত গৃহকর্মী সাবিনা আক্তার (১১) বাদী হয়ে গৃহকর্ত্রী আয়েশা লতিফের বিরুদ্ধে মামলা করে।
এসআই আসিফ ইকবাল বলেন, ‘বাদী সাবিনা আক্তারের বাড়ি টাঙ্গাইলে। ছয় মাস ধরে সে মিরপুর এলাকার একটি বাসায় কাজ করছিল’।
গৃহকর্মী সাবিনার অভিযোগের বরাত দিয়ে এসআই আসিফ ইকবাল বলেন, ‘আয়েশা লতিফ সাবিনাকে প্রায়ই মারধর করতেন। রবিবার মারধরের এক পর্যায়ে তাকে বাসা থেকে বের করে দেন তিনি। পরে রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে পল্লবী থানায় নিয়ে আসে।’
এসআই আসিফ বলেন, ‘মেয়েটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা ভাল না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ‘শিশু নির্যাতনের অভিযোগে একটা মামলা হয়েছে। তদন্ত শেষে এই ব্যাপারে বিস্তারিত বলব’।