উত্তরখানে নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৭:৪৫
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর উত্তরখানে আবেদা খাতুন (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৯ জুন (বৃহস্পতিবার) সকালে উত্তরখান ব্যাপারীপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নারী তার মেয়েদের নিয়ে ওই বাসায় থাকতেন। অন্তত ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে যায় তার।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।