ঢাকা-খুলনা মহাসড়কে ঝরে গেল ৫ প্রাণ
প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৬:৫৭
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় ২৯ জুন (বৃহস্পতিবার) সকালে বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের সৌদি প্রবাসী হালিম আকন (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩২), শ্যালক বাদল ফরাজি (৩৫), ছেলে সুজন (১৭) ও সিহাব (৮)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর বলেন, সেবা গ্রিনলাইন পরিবহনের বাসটি গোপালগঞ্জ থেকে ঢাকার দিকে আসছিল। মাইক্রোবাসটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হালিম আকন ২৯ জুন (বৃহস্পতিবার) ভোরে সৌদি আরব থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে নিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাড়ি আসার সময় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মাঝিরগাতি গ্রামে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।