লংগদুতে অস্ত্র ও সামরিক পোশাক উদ্ধার
প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৫:৪৭
জাগরণীয়া ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নিরাপত্তা বাহিনীর পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী।
২৯ জুন (বৃহস্পতিবার) সকাল আটটার দিকে লংগদুর মাইনি জোন অধিনায়ক লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, ‘উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি একে-৪৭, একটি অটোমেটিক রাইফেল, একটি চাইনিজ রাইফেল, চারটি ম্যাগাজিন, ১৪৫টি গুলি। এছাড়া সাতটি সামরিক পোশাক উদ্ধার করে।’