কল্যাণপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১৭:১৯
জাগরণীয়া ডেস্ক
(ফাইল ফটো)
রাজধানীর কল্যাণপুরে বেতন বোনাসের দাবিতে একটি গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করেছেন।
২৪ জুন (শনিবার) দুপুর থেকে সড়ক অবরোধ করার ফলে ঈদে ঘরমুখি যাত্রীরা আটকা পড়েছেন। ঘটনার পরপরই মিরপুর থানা পুলিশের একটি টিম অবরোধ করা শ্রমিকদের সেখান থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে।
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী এবং পশ্চিম পাশে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
0Shares