শিক্ষকের অপমানের প্রতিবাদে শনিবারে সমাবেশ
প্রকাশ : ১৭ মে ২০১৬, ২৩:২১
মসজিদের মাইকে ধর্ম অবমাননার গুজব তুলে নারায়নগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসমক্ষে অপমান করার প্রতিবাদে এবং নির্যাতক সেলিম ওসমান এর শাস্তির দাবিতে ১৭ মে সোমবার বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে লেখক-শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে মসজিদের মাইক ব্যবহার করে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তাকে সবার সামনে কান ধরে উঠবস করানোর তীব্র প্রতিবাদ করেন বক্তারা। একই সাথে এই জঘন্য ঘটনা ঘটানোর জন্য সংসদ সদস্য সেলিম ওসমানের বিচার দাবি করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আজ সমাজে এতই অধঃপতন হয়েছে যে একজন শিক্ষককে কান ধরে সবার সামনে উঠবস করানো হচ্ছে আর তা দেখে উল্লাসে জয় বাংলা স্লোগান দিচ্ছে কিছু মানুষ। কেউ যদি অন্যায় করে থাকেন সেক্ষেত্রে তার শাস্তির ব্যবস্থা করার জন্য আইন রয়েছে, বিচার বিভাগ রয়েছে। কিন্তু এসবকিছুর তোয়াক্কা না করে একজন সংসদ সদস্য কোন অধিকার বলে একজন শিক্ষককে অপমান করেন?
এছাড়া মৌলবাদীদের হাতে ব্লগার, লেখক, প্রকাশক হত্যা, বাগেরহাটের চিতলমারীতে দুই শিক্ষক বরখাস্ত, কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকের পোস্টের জন্য এক মেয়েকে গ্রেফতার, টাঙাইলে সন্ত্রাসীদের হাতে দর্জি খুন, নাইক্ষ্যাংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যা, সেনানিবাসে তনু ধর্ষণ ও হত্যা সহ সারা দেশে চলমান সব ধর্মীয় সন্ত্রাস, হত্যাকান্ড ও অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশ শেষে সমাপনী বক্তব্যে আয়োজকদের একজন শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান বলেন, “আমাদের আজকের এই সমাবেশ অত্যন্ত স্বল্প সময়ের আয়োজনে করা। তবু আমরা এতে অনেকের সাড়া পেয়েছি। আগামী শনিবার আমরা একই দাবিতে আবারো একজোট হতে চাই”।
রবিন আহসান বলেন, আগামী শনিবার ২১ মে বিকেল ৫টায় শাহবাগে এই ঘটনার প্রতিবাদে এবং দোষী সেলিম ওসমান এর কুশ পুত্তলিকা দাহ ও বিচার দাবিতে আমরা আবার সমাবেশ করবো। আপনাদের সবাইকে সেদিনও পাশেই পাবো আশা করি।