চট্টগ্রামে বিদেশি ছাত্রী ধর্ষিত, গ্রেপ্তার ১

প্রকাশ : ২১ জুন ২০১৭, ১৮:৪৭

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় আরিফুর রহমান (২৫) নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জুন (মঙ্গলবার) সকালে নগরের খুলশী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খুলশী থানা-পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক বিদেশি ছাত্রী মঙ্গলবার সকালে খুলশী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে কেনাকাটা করার সুবাদে আরিফুরের সঙ্গে তার পরিচয় হয়। ১৯ জুন (সোমবার) রাতে একটি রিসোর্টে নিয়ে গিয়ে যুবকটি তাকে ধর্ষণ করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার ধর্ষণের শিকার বিদেশি ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

মামলার করার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ওসি জানান।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত