বড়লেখায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ১৮ জুন ২০১৭, ১৫:৪৬
জাগরণীয়া ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় পাহাড় ধসে মা আছিয়া বেগম (৪০) ও মেয়ে ফাহমিদা (১৩) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার ওসি শহীদুল ইসলাম জানান, “প্রবল বর্ষণের কারণে ১৮ জুন (রবিবার) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ডিমাই এলাকার বেশ কয়েকটি পাহাড়ে ধস নামে। এ সময় আছিয়া বেগমের ঘরের ওপর মাটি ধসে পড়লে তিনি ও তার মেয়ে চাপা পড়েন।”
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে মাটি সরিয়ে লাশ উদ্ধার করে।