সরকারের প্রতি ৫ দফা
প্রকাশ : ১৭ মে ২০১৬, ২২:৫৯
মসজিদের মাইকে ধর্ম অবমাননার গুজব তুলে নারায়নগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে জনসমক্ষে অপমান করার প্রতিবাদে এবং নির্যাতক সেলিম ওসমান এর শাস্তির দাবিতে ১৭ মে সোমবার বিকেল ৫টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে লেখক-শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
সমাবেশ শেষে আয়োজকদের পক্ষে সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান। ৫ দফা দাবি হচ্ছে,
১. সাংসদ সেলিম ওসমান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দোষী সদস্যদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।
২. শ্যামল কান্তি ভক্ত এর বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষকের মুক্তি ও তাদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং পুনর্বহাল করতে হবে।
৪. ধর্মীয় উস্তানী প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সারাদেশে ধারাবাহিক সাম্প্রদায়িক সহিংসতা এবং ব্লগার, লেখক, প্রকাশক, পুরোহীত, ইমাম, মুয়াজ্জিন ও বৌদ্ধভিক্ষু হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।