গাজীপুরে হোটেলে ৬৭ তরুণ-তরুণী আটক, কারাদণ্ড

প্রকাশ : ১৭ জুন ২০১৭, ১৫:৫৪

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬৭ তরুণ-তরুণীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ জুন (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের আটক করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

এ বিষয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরতে খোদা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১৯ তরুণী ও ২০ তরুণকে আটক এবং তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

পরে একই এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একই অপরাধে ২১ তরণী ও সাত তরুণকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত। এসময় বেশ কয়েকজন তরুণ ও কর্মচারী হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। এছাড়া হোটেল দুইটিতে বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে আরও ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ ও রাসেল মিয়া। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত