ইসলামপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
প্রকাশ : ১৫ জুন ২০১৭, ১৯:২৯
জাগরণীয়া ডেস্ক
জামালপুরের ইসলামপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রেশমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।
১৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা সদরের ঢেংগারগড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেশমা ঢেংগারগড় গ্রামের বিষু শেখের মেয়ে। সে ঢেংগারগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে রেশমা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাসুদুর রহমান পলাশ মৃত ঘোষণা করেন।