লন্ডনে আগুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখ প্রকাশ
প্রকাশ : ১৪ জুন ২০১৭, ২০:০৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/06/14/image-9429.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে একটি বহুতল আবাসিক ভবনে আগুনে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
সুইডেনের পথে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এমপি’র কাছে পাঠানো এক বার্তায় পশ্চিম লন্ডনে ২৪তলা গ্রীনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় তার দুঃখ ভারাক্রান্তের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, আমি গ্রীনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় গভীরভাবে দুঃখিত।
ফায়ার সার্ভিসের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে বলে বার্তায় এই কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি এই সংকটকালে বৃটিশ প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সমভাবে ব্যথিত।
এবিসি নিউজ সূত্রে জানা যায়, লন্ডনের ওই বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ৬ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।