ঢাকায় ‘ভুয়া আইনজীবী’ আটক
প্রকাশ : ১৪ জুন ২০১৭, ০৩:৫৬
জাগরণীয়া ডেস্ক
উচ্চ মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে পারভীন নামের এক নারী আইনজীবীকে আটক করে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) টাউট উচ্ছেদ কমিটি।
১৩ জুন (মঙ্গলবার) ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে মামলার বিভিন্ন কাগজ ও দরখাস্তসহ ওই নারীকে আটক করা হয়। আটকের পর তাকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে।
ঢাকা বারের সদস্য ইব্রাহিম খলিল জানান, আটককৃত নারীর আইনবিষয়ক কোনো সনদ নেই। তিনি উচ্চ মাধ্যমিক পাস করেই আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন। তিনি আইনজীবীদের পোশাকও পরতেন।
ইব্রাহিম খলিল আরো জানান, ভুয়া এই নারী আইনজীবী ঢাকার বনশ্রীর বাসিন্দা। নারী বিবেচনায় ঢাকা বারের সিদ্ধান্তে তাকে ছয় হাজার টাকা মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুনরায় তাকে আদালত প্রাঙ্গণে দেখা গেলে কারাগারে পাঠানো হবে।