কাতারের বিষয়ে ‘ওয়াকিফহাল’ সরকার

প্রকাশ : ১৩ জুন ২০১৭, ০১:৩৯

জাগরণীয়া ডেস্ক

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে সৌদি আরবসহ ছয় মুসলিম দেশের সম্পর্ক ছিন্ন বিষয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সচেতন আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে তিনি কেবল বলেছেন, ‘কাতারের বিষয়ে আমরা ওয়াকিফহাল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সুইডেন সফর উপলক্ষে ১১ জুন (রবিবার) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী মাহমুদ আলী।

গত ৫ জুন সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনে কাতাদের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের চার মুসলিম দেশ। পরে আরও দুটি দেশ একই সিদ্ধান্ত জানায়। মার্কিন মদদেই এই সিদ্ধান্ত বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মধ্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতার বাংলাদেশের শ্রমবাজারের একটি। ২০১৬ সালে বাংলাদেশের শ্রমশক্তির ২২ শতাংশের গন্তব্যস্থল ছিল কাতার। পাশাপাশি দেশটি থেকে বাংলাদেশের তরল গ্যাস ও এলএনজি আমদানির পরিকল্পনাও আছে। এই অবস্থায় কাতারের ওপর ছয় মুসলিম দেশের নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশেও উদ্বেগ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত