লক্ষ্মীপুরে নারীদের নিয়ে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণ
প্রকাশ : ১২ জুন ২০১৭, ১৭:২৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/06/12/image-9360.jpg)
কর্মজীবী ল্যাকটেটিং সহায়তা তহবিল কর্মসূচির নির্বাচিত উপকারভোগী নারীদের নিয়ে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণী অনুষ্ঠান ১২ জুন (সোমবার) সকালে শহরের আদর্শ সামাদ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহের আহমদ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার। পরে উপকারভোগী নারীদের মাঝে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য বিষয়ক উপকরণ করেন অতিথিবৃন্দ।