'রামপাল নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই'

প্রকাশ : ২৯ জুন ২০১৬, ২২:৫৪

জাগরণীয়া ডেস্ক

রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবারের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, “এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে অনেক হৈ চৈ। কী করণে এটা নিয়ে হৈ চৈ হচ্ছে তা আমার কাছে বোধগম্য নয়"।

তিনি বলেন, "পরিবেশ নষ্টের কথা যারা বলছেন তাদের জানাতে চাই, অক্সফোর্ড থেকে বিশ্বের অনেক বড় বড় দেশের শহরের পাশেই এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এখানে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা মোটেও নেই।”

শেখ হাসিনা বলেন, “বিদ্যুৎ কেন্দ্র যেখানে হচ্ছে সেখান থেকে সুন্দরবনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কয়লা দিয়ে কিন্তু পানি ফিল্টার করা হয়। সেখানে কয়লায় কী করে প্রকৃতি নষ্ট হবে বা সুন্দরবন নষ্ট হবে এটা কীভাবে আসে বোধগম্য  নয়। কোন উদ্দেশ্যে এই পরিবেশ নষ্টের কথা বলা হয় সেটাই আমার প্রশ্ন। এটা যদি সত্যি পরিবেশ বা সুন্দরবন নষ্টের এতটুকু আশংকা থাকতো তাহলে নিশ্চয়ই এটা আমরা করতাম না।”

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য সিমেন্ট কারখানায় যাবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

এর আগে রাশিয়ার সহযোগিতায় রূপপুরে পরমানু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে রওশন এরশাদ তার বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। 

এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "তাকে আমি এতটুকু নিশ্চিত করতে চাই পরমানু বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন অনেক আধুনিক হয়েছে। এখন আর চেরনবিলের মত ঘটনা ঘটার সুযোগ নেই। এখন আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ নির্মাণ হচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রর বর্জ্য তারাই নিয়ে যাবে। কাজেই এখানে দুশ্চিন্তার কোন কারণ নেই। বরং এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে আমরা নতুন যুগে পর্দাপন করছি। একই সাথে দেশের বিদ্যুৎ সমস্যারও সমাধান হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত