বোনের হাতে বোন খুন

প্রকাশ : ১১ জুন ২০১৭, ২০:০৫

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের সৌন্দড়া ছৈয়াল বাড়িতে ১০ জুন (শনিবার) রাতে ছোট বোন তাহমিনা আক্তার পপির হাতে বড় বোন লাকি বেগম নির্মমভাবে খুন হয়েছেন। এলাকাবাসী ঘাতক ছোট বোনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে নিহতের স্বামী মনির হোসেন ১১ জুন (রবিবার) সকালে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাহমিনা আক্তার পপিকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করে।

সূত্রে জানা যায়, সৌন্দড়া ছৈয়াল বাড়ির মৃত বাদশা খলিফার বড় মেয়ে লাকি বেগমের সাথে ছোট মেয়ে তাহমিনা আক্তার পপির পারিবারিক বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে ১০ জুন (শনিবার) রাতে ছোট বোন তাহমিনা বড় বোন লাকিকে বসত ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপুর্বক একটি চোখ তুলে ফেলে। এতে বোন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে মুখের ভিতর হাত ডুকিয়ে দেয়। দীর্ঘ সময় মুখের ভিতর হাত থাকায় শ্বাসবন্ধ হয়ে সে মারা যায়।

রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন, হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত