কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা, বাবা আটক
প্রকাশ : ০৯ জুন ২০১৭, ১০:৫১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/06/09/image-9282.jpg)
১৫ দিনের কন্যাশিশুকে পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করায় সাতক্ষীরার শ্যামনগরে পুলিশ আশরাফুল ইসলাম নামে এক ঘাতক বাবাকে আটক করেছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাপুর গ্রামে ৭ জুন (বুধবার) গভীর রাতে ওই শিশু হত্যার ঘটনা ঘটে। ৮ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলি বলেন, ১৫ দিনের শিশু কন্যাটির নাম আছিয়া খতুন। ওর বাবার নাম আশরাফুল ইসলাম।
আটক আশরাফুলের বরাত দিয়ে ওসি জানান, আশরাফুলের আরও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয়বারও আরেকটি মেয়ে হওয়ায় তিনি অখুশী ছিলেন। এই নিয়ে তিনি স্ত্রীকে বকাবকি করতেন। বুধবার রাতে মায়ের কোল থেকে শিশুটিকে কৌশলে সরিয়ে নিয়ে তিনি বাড়ির পাশে একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুলের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের কাছে দেয়া তথ্যমতে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, আজ ৯ জুন (শুক্রবার) সকালে ময়নাতদন্তের জন্য আছিয়ার লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।