শিবগঞ্জে ছাত্রী উত্যক্তের দায়ে ৬ মাস করে কারাদণ্ড
প্রকাশ : ০৬ জুন ২০১৭, ২২:৪৬
জাগরণীয়া ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাটে এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে সোমবার অভিযুক্ত দুই বখাটে যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের রবিউল ইসলামের ছেলে সেন বাবু (২৪) ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে আইয়ুব আলী (২১)।
ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে কানসাট রাজবাড়ি গেটের সামনে এক ছাত্রীকে উত্যক্ত করার সময় তৎক্ষণাৎ দুই বখাটেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
0Shares