রাজবাড়ীতে প্রথম নারী ওসির যোগদান
প্রকাশ : ০৪ জুন ২০১৭, ১৭:১২
রাজবাড়ীতে এই প্রথম কোনো একজন নারী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে যোগদান করেছেন। জেলার বালিয়াকান্দি থানায় অফিসার ইনচার্জ পদে দিয়েছেন হাসিনা বেগম (পিপিএম)।
বালিয়াকান্দি থানার বিদায়ী ওসি জাহিদুল ইসলাম (পিপিএম) ৩ জুন (শনিবার) বিকালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম জানান, রাজবাড়ীতে নারী পুলিশ সুপার থাকলেও জেলার পাঁচ উপজেলায় কোনও নারী ওসি ছিল না। এবারই প্রথম তাকে নিয়োগ দেওয়া হলো। হাসিনা বেগম একজন চৌকস নারী পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, হাসিনা বেগম ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই পদে যোগদান করেন। তিনি ২০০৫ সালে কঙ্গো, ২০০৯ সালে সুদান এবং ২০১৫ সালে হাইতিতে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করেন। সুদানে থাকা অবস্থায় তিনি পদোন্নতি পান।
হাসিনা বেগমের বাড়ি বরিশাল জেলার হিজলায়। ব্যক্তি জীবনে তার স্বামী ফয়জুল হক শাকিল একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। তার একমাত্র কন্যা নোশিন তাবাসসুম জেরিন নবম শ্রেণির শিক্ষার্থী।