মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশ : ৩১ মে ২০১৭, ১৪:১০

জাগরণীয়া ডেস্ক

মাদারীপুর সদর উপজেলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ও নিজ কন্যাকে ‘ধর্ষণের’ অভিযোগে পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩০ মে (মঙ্গলবার) বিকেলে উপজেলার কুনিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।

মাদারীপুর সদর থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, মেয়েটির ওপর একাধিকবার তার বাবা নির্যাতন চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির মাতুব্বর এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি জানান, মেয়েটিকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। তার স্ত্রী বাধা দিয়েও পারেননি; বরং নির্যাতনের মাত্রা বেড়েছিল।

স্থানীয়রা জানান, নির্যাতনের ঘটনাটি জানাজানি হলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। গতকাল বাড়িতে ফিরে এলে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত