১ জুন থেকে বাড়ছে গ্যাসের দাম
প্রকাশ : ৩০ মে ২০১৭, ২০:২৯
দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
আজ ৩০ মে (মঙ্গলবার) হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত করে চেম্বার আদালতের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশের ওপর শুনানির জন্য ৫ জুন দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তবে দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
ওই রায়ের ফলে দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলায় ৯০০ এবং দুই চুলায় ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকে।
এর আগে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে আদালতে রিট দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।