মিরসরাইয়ে বাস খাদে পড়ে নিহত ৫
প্রকাশ : ২৯ মে ২০১৭, ২২:২৮
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ২৯ মে (সোমবার) বেলা দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের লোহার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক মো.ইব্রাহীম (৪৫), খাগড়াছড়ি জেলা চাইন্দং গ্রামের মোনায়েম সওদাগরের স্ত্রী রহিমা বেগম (৫৫) ও করেরহাট ইউনিয়নের ফরেস্ট এলাকায় মো. ইসমাইল (৫০)। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে দুইজন। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ফেনী থেকে ওই এলাকার পাহাড়ি রাস্তা ধরে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট নিচে গভীর খাদে পড়ে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলেই মারা গেছেন পাঁচজন। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আরও অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জোড়ারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।