যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৮:৩০
ভোলার বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে তিনদিন আটকে অভূক্ত রেখে লিমা আক্তার নামের এক গৃহবধূকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লিমার ভাসুর ফরিদ, দেবর মিজান, ফিরোজ ও জসিম এ নির্যাতন চালায়।
৩ দিন পর খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আ. করিম চৌকিদার পাঠিয়ে লিমাকে উদ্ধার করে ২৭ মে (শনিবার) রাতে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। শারীরিক নির্যাতনের চিহ্ন দেখে চিকিৎসকগণ বিস্ময় প্রকাশ করেন। লিমা টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী নিরবের স্ত্রী।
এ ব্যাপারে ফরিদ ঘটনার সত্যতা অস্বীকার করে অন্য লোকজন পিটিয়েছে বলে দাবি করেন। ওই ওয়ার্ডের মেম্বার আ. করিম বলেন, ঘটনা শুনে আমি চৌকিদার পাঠিয়ে লিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন বলেন, এভাবে মানুষ মানুষকে মারে ভাবতেই অবাক লাগে। লিমা শঙ্কামুক্ত হলেও তার শরীরের ধকল কাটতে অনেক সময় লাগবে।
লিমার ভাই হুমায়ূন কবির জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।