সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপন
প্রকাশ : ২৮ মে ২০১৭, ০৩:৫৭
সুপ্রিম কোর্টের মূল প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি কোর্টের বর্ধিত (অ্যানেক্স) ভবনের সামনে স্থাপন করা হয়েছে।
২৭ মে (শনিবার) দিবাগত রাত ১২টা নাগাদ এটি কংক্রিটের ভিত্তির ওপর বসানো হয়। ভাস্কর মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ তদারক করেন।
হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের দাবির মুখে গত ২৫ মে (বৃহস্পতিবার) দিবাগত রাত ৪টায় ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। এরপর সেটি ত্রিপলে মুড়িয়ে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছিল। ২৭ মে (শনিবার) রাত ১০টার দিকে একটি ছোট পিকআপে করে ভাস্কর্যটি ভবনের সামনে আনা হয়। পরে ভারোত্তোলক যন্ত্র দিয়ে পিকআপ থেকে ভাস্কর্যটি নামানো হয় এবং পুনঃস্থাপন করা হয়।
এদিকে ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ২৭ মে (শনিবার) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।