‘এটি গ্রিক দেবীর নয়, বাঙালি মেয়ের ভাস্কর্য’
প্রকাশ : ২৬ মে ২০১৭, ১৫:৩৫
সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি গ্রিক দেবী থেমিসের নয় বলে জানিয়েছেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক।
মৃণাল হক বলেন, ‘এ ভাস্কর্য কোনও গ্রিক দেবীর নয়। এটি সম্পূর্ণ বাঙালি মেয়ের ভাস্কর্য। শাড়ি-ব্লাউজ পরা একজন বাঙালি নারীকে উপস্থাপন করা হয়েছে এ ভাস্কর্যে। আর এখানে দাঁড়িপাল্লা বিচারের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমার হাত-পা বাঁধা। দেশের শান্তির স্বার্থে অনেক সিদ্ধান্ত মেনে নিতে হয়। কিন্তু ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া কষ্টকর।’
ভাস্কর্যটি যেন পুরোপুরি ধ্বংস করে দেওয়া না হয়, সেজন্যই তিনি ভাস্কর্য সরানোর কাজটি তদারকিতে এসেছেন।
এ প্রসঙ্গে মৃণাল হক বলেন, ‘আমাকে চাপ দিয়ে এটা সরানো হয়েছে। আমাকে এটা সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমি এখানে এসেছি।’
মৃণাল হক আরও বলেন, ‘আমার কিছু বলার নাই। অনেকের অনেক ক্ষমতা আছে। আমি বানিয়েছি, আমাকে সরাতে বলা হয়েছে আমি তদারকি করছি। ‘এসব বলতে গেলে বিপদ। এর আগে আমার বানানো লালনের ভাস্কর্য ভাঙা হয়েছে।’