স্বামী- স্ত্রী হত্যার দায়ে যুবকের ফাঁসি
প্রকাশ : ২৬ জুন ২০১৬, ২০:৩৪
স্বামী-স্ত্রী হত্যার দায়ে ময়মনসিংহে গোলাম মোস্তফা মিঠু (২৬) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ জুন) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আমির উদ্দিন এ রায় দেন।
মামলা সূত্র থেকে জানা যায়, ২০১৪ সালে ১২ জুলাই ময়মনসিংহের শহরতলী আকুয়া ওয়ারলেস গেট এলাকায় অবসরপ্রাপ্ত সহকারী পোস্টমাস্টার আব্দুল হক (৬৬) ও তার স্ত্রী আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রায়াতুন নেসার বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফা টাকা ধার নেওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করেন। এ সময় স্থানীয়রা গোলাম মোস্তফাকে আটক করে পুলিশ সোপর্দ করে।
পরদিন নিহত দম্পতির ছেলে হাসিবুর হক রানা বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর রবিবার দুপুরে আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করা হয়।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালতের ইন্সপেক্টর নওয়াজেশ আলী বিষয়টি জানান।