টাঙ্গাইলে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ : ২৫ মে ২০১৭, ০১:১২
জাগরণীয়া ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় স্বামী এবং স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে আহত হন। ২৪ মে (বুধবার) সকালে উপজেলার বাহ্মণশাসন নতুনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের সুলতান মাহমুদ (৩২) এবং তার স্ত্রী রউশন আরা বেগম (২৮)।
ঘাটাইল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হতাহতরা মোটরসাইকেলযোগে কালিহাতী যাচ্ছিল। তারা ঘাটাইল উপজেলার বাহ্মণশাসন নতুনভাগে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই সুলতান নিহত ও তার স্ত্রী-ছেলে আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রউশন আরা বেগম এর (২৮) মৃত্যু হয়।
0Shares