স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী’র বিষপানে আত্মহত্যা
প্রকাশ : ২৪ মে ২০১৭, ০০:১৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/05/24/image-8796.jpg)
বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর খবর শুনে বিষপানে আত্মহত্যা করেছে স্ত্রী। তাদের অসহায় তিন শিশুর এখন বেগতিক অবস্থা।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কাজী শাহ গ্রামের ছয় সন্তানের জনক দরিদ্র ঝন্টু সমদ্দার (৫৫) দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২২ মে (সোমবার) সকালে মারা যায়। স্বামীর চিকিৎসা করাতে গিয়ে দেড়লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পরেন তার স্ত্রী অঞ্জলী। স্বামীর মৃত্যুর শোকে মূহ্যমান হয়ে স্ত্রী অঞ্জলী সমদ্দার (৪০) বিষপান করে আত্মহত্যা করেছেন।
পোস্টমর্টেমের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।