জবানবন্দি শেষে কারাগারে সাফাতের গাড়িচালক

প্রকাশ : ২১ মে ২০১৭, ১৯:০৫

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের আদালতে ২১ মে (রবিবার) দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করা হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি আদালতে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হন- এ অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলায় আসামিরা করা হয় সাফাত আহমেদ, তার বন্ধু নঈম আশরাফ (আবদুল হালিম) ও সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত