রাজধানীর শ্যামলী স্কয়ারে অগ্নিকাণ্ড
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৫:১৯
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবন শ্যামলী স্কয়ারের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
২১ মে (রবিবার) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের পরিদর্শক নূরউদ্দৌলা আলম বলেন, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ১২ তলাবিশিষ্ট ওই ভবনের ষষ্ঠ তলায় মোবাইল ফোন ও এক্সেসরিজের দোকান রয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে এ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি।