তনু হত্যা
মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে : আইনমন্ত্রী
প্রকাশ : ১৭ মে ২০১৬, ১৩:৪৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সুপারিশ করে তা হলে তনু হত্যায় দায়েরকৃত মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন।
মঙ্গলবার (১৭ মে) সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশেষ জজদের নিয়ে আয়োজিত এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। তার ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ সোমবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ধর্ষণের আলামত নিশ্চিত হতে আমরা ময়নাতদন্তকারী চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলাম। ফ্লুইড-এর নমুনা হিসেবে আমাদের পরীক্ষাগারে পাঠানোর জন্য তাদের কাছে লিখিত চেয়েছিলাম। তারা আমাদের জানান, পরীক্ষায় তারা আলামত পাননি। তাই নমুনা সংরক্ষণ করা হয়নি। এতে আমরা তনুর মরদেহে থাকা পোশাক ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির পরীক্ষাগারে পাঠাই।’
সিআইডি সূত্র জানায়, তনুর মৃতদেহে মোট ৪ জনের ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে একটি তনুর নিজের রক্তের, অন্য তিনটি ৩ পুরুষের। সংস্থাটির ঢাকার পরীক্ষাগারের প্রতিবেদনে এই আলামত পাওয়ার কথা বলা হয়েছে।
গত ২০ মার্চ কুমিল্লার সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় কালভার্টের পাশে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত মেলেনি এবং হত্যার কারণ খুঁজে পাওয়া পাওয়া যায়নি বলে জানানো হয়। দেশব্যাপী তীব্র প্রতিবাদের পর ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।
হত্যার পর দুই মাস হতে চললেও এ পর্যন্ত জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।