ভোলাহাটে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন

প্রকাশ : ১৭ মে ২০১৭, ১৯:৫৯

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের গোহালবাড়ী ইউনিয়নের কানারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের সহায়তায় মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হকের সভাপতিত্বে  ১৭ মে (বুধবার) দুপুরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল গনি ও ইনস্ট্রাকটর সারোয়ার মোর্শেদ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক জাহাঙ্গীর রেজা, ইউপি সদস্য ফারুক হোসেন, অভিভাবক লিশা খাতুনসহ অন্যরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিন বক্স বিতরণ করা হয়। 

পরে একই প্রকল্পের আওতায় বজরাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও টিফিন বক্স বিতরণ করা হয়। 

গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর মিড ডে মিল কর্মসূচির সফল বাস্তবায়নে তার ইউনিয়নের ৯টি বিদ্যালয়ের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত