অপহরণের দেড় মাস পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার

প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৮:২০

জাগরণীয়া ডেস্ক

অপহরণের ৪৭ দিন পর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ১৫ মে (সোমবার) রাতে শেরপুর সদর উপজেলার শেখহাতি এলাকা থেকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ফরিদুল আলম নামে এক যুবককে আটক করে ১৬ মে (মঙ্গলবার) দুপুরে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। আটক যুবক উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের ইউনুস আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, উপজেলার দলগ্রাম ইউনিয়নের বরন্তর দাখিল মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রী গত ৩০ মার্চ রাতে অপহরণের শিকার হয়। এ ঘটনায় ওই ছাত্রী’র পিতা আহেদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে করে ১৫ মে (সোমবার) রাতে শেরপুর সদর উপজেলার শেখহাতি এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সাথে জড়িত ফরিদুল ইসলাম নামের ওই যুবককেও আটক করে পুলিশ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত