চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র নারীদের নগদ অর্থ প্রদান
প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৫:৩৩
জাগরণীয়া ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় দরিদ্র নারীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী।
২৫০ জন দরিদ্র নারীর মাঝে ব্যক্তিগত তহবিল থেকে তিনি এক হাজার টাকা করে দুই লাখ পঞ্চাশ হাজার নগদ টাকা প্রদান করেন।
১৫ মে (সোমবার) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়ায় শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে অর্থ বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অনেকে।
0Shares