কলেজে ভর্তির নীতিমালা কেন অবৈধ নয়: হাইকোর্ট
প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৫:২৮
সরকারের প্রণয়ন করা চলতি বছরের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১৬ মে (মঙ্গলবার) এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যানসহ চারজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ভিকারুননিসা নূন কলেজের ভর্তি কার্যক্রমকে এই নীতিমালার বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশের মাধ্যমে মোট চারটি কলেজকে ভর্তি নীতিমালা-২০১৭ এর বাইরে রাখার নির্দেশ দিলেন হাইকোর্ট। এর আগে সোমবার নটরডেম কলেজ, হলিক্রস কলেজ ও সেন্ট জোসেফ কলেজকে নীতিমালার বাইরে রাখতে পৃথক আদেশ দেন হাইকোর্ট।
গত ১০ মে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য জারি করা নীতিমালা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। যদিও জারিকৃত নীতিমালা অনুযায়ীই গত ৯ মে থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।