ঝিনাইদহে দুটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব
প্রকাশ : ১৬ মে ২০১৭, ১৫:২৬
ঝিনাইদহের সদর উপজেলায় পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
১৬ মে (মঙ্গলবার) সকাল থেকে ওই দুটি বাড়ি ঘিরে রাখে র্যাব। বাড়িটির আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
ঝিনাইদহের র্যাবের কোম্পানি কমান্ডার মনির আহমেদ বলেন, কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে। বাড়িগুলোতে বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। দুই দিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে ২০টি কেমিকেল কন্টেইনার, ছয়টি বোমা, তিনটি সুইসাইড ভেস্ট, নয়টি সুইসাইড বেল্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।
এরপর গত ৫ মে মহেশপুর উপজেলায় এক বাড়িতে পুলিশের অভিযানে নব্য জেএমবির দুই জঙ্গি নিহত হন। আর সদর উপজেলার লেবুতলায় আরেক বাড়িতে পাওয়া যায় আটটি বোমা ও একটি ৯ এমএম পিস্তল।