কারখানায় কিশোরী ধর্ষণ, মালিকের শ্যালক গ্রেপ্তার

প্রকাশ : ১২ মে ২০১৭, ১৮:০৫

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় কর্মস্থলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১১মে (বৃহস্পতিবার) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১১মে (বৃহস্পতিবার) কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় ইউসুফকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

ওই কিশোরী দক্ষিণখান এলাকায় একটি মোমের কারখানায় কাজ করত। ধর্ষণের পরীক্ষার জন্য ১২ মে (শুক্রবার) দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও স্বজনরা।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন,  কিশোরী কারখানায় কাজ করার সময় মালিকের শ্যালক ধর্ষণ করে। এই অভিযোগে কারখানার মালিকের শ্যালক ইউসুফকে (২৪) গ্রেপ্তার করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত