সাফাত-সাদমান গ্রেপ্তার, নিয়ে আসা হচ্ছে ঢাকায়
প্রকাশ : ১১ মে ২০১৭, ২১:৫৮
বনানীতে অস্ত্রের মুখে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের আলোচিত মামলার প্রধান আসামি সাফাত আহমেদকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাতের সঙ্গে এই মামলার আরেক আসামি সাদমান সাকিফকেও গ্রেপ্তার করা হয়েছে বলে আইজিপি মো. শহীদুল হক জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার রাতে বলেন, “তাদের সিলেটে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হচ্ছে।”
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ এর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এর প্রধান আসামী সাফাত। সাদমানসহ অন্য তিনজন ছিলেন সহযোগী। ধর্ষণের এই মামলায় সাফাতের আরেক বন্ধু নাঈম আশরাফ (প্রকৃত নাম হাসান মো. হালিম), সাফাতের দেহরক্ষী ও গাড়িচালককেও আসামী করা হয়েছে।
সাফাত (২৬) আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। আর সাদমান (২৪) পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে।
ঘটনার মাসখানেক পর গত ৬ মে এক তরুণী বনানী থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সাফাত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের সমালোচনাও ওঠে।
আজ ১১ মে (বৃহস্পতিবার) ওই দুই তরুণী ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন।