ধর্ষিতাকে নয়, ধর্ষককে জেরা করার দাবি
প্রকাশ : ১১ মে ২০১৭, ২০:৪৫
রাজধানীর বনানীতে ‘দ্য রেইট ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ অভিযুক্তদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট- এর পক্ষ থেকে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১১ মে (বৃহস্পতিবার) বিকাল ৫টায় আয়োজিত গণঅবস্থান থেকে দেশব্যাপী বিভাগীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিপীড়নের বিরুদ্ধে কর্মসূচীর ঘোষণা দেন যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোটের আহ্বায়ক শিবলী হাসান।
দেশের আটটি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামি ১৩ মে শনিবার থেকে ২৩ মে পর্যন্ত ময়মনসিংহ বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার কর্মসূচী পালন করবে যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট। একই সময়ে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলবে এই কার্যক্রম।
ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলা আপন জুয়েলার্স এর মালিককে কেনো এখনো ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বহিস্কার করা হচ্ছে না এই নিয়েও প্রশ্ন তুলেন সংগঠনের আহ্বায়ক শিবলী হাসান।
যৌন নিপীড়নের শিকার হওয়া একজন নারীর চরিত্র নিয়ে সোশাল মিডিয়াতে যে ভয়াবহ নোংরামি যারা করে, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আইসিটি প্রতিমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ধর্ষকদের বিচারের প্রেক্ষিতে সুনির্দিষ্ট ৪টি দাবি নিয়ে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে।
দাবিগুলো হলো-
১। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা
২। ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড
৩। ১৫৫(৪) সংশোধন, ধর্ষিতাকে নয় বরং ধর্ষককে জেরা করতে হবে
৪। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে
অনুষ্ঠানে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতি আরা নাসরীন ও সাংবাদিক সাকিল অরণ্য।
গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হক, ও নবেন্দু সাহা জয়।