ব্লাস্ট আক্রমণে বোরো ধানে চিটা
প্রকাশ : ১০ মে ২০১৭, ২৩:৪৮
লালমনিরহাটে ইরি-বোরো ধানক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছেন না কৃষকরা। এক বিঘা জমিতে ২০-২২ মন ধানের পরিবর্তনে মাত্র ৮-৯ মন ধান মিলছে।
হাতীবান্ধা উপজেলার দঃ গড্ডিমারী গ্রামের আজিজার রহমান বলেন, বিশেষ করে বিআর ২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ বেশি আক্রান্ত হচ্ছে। দেখলে মনে হবে ধান পেকে গেছে। শীষ হয়ে গেছে সাদা। কিন্তু শীষে আসলে ধান নেই। সাদা ধানের শীষে চালের পরিবর্তে মিলছে পাতান (চিটা)।
মাঠের পর মাঠ ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে পড়েছে। ধানের শীষ বের হওয়ার ৫-৭ দিনের মাথায় ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। এতে ধানের শীষ শুকিয়ে পাকা রং ধারণ করছে। এ রোগ আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জমির ধান শুকিয়ে যাচ্ছে।
লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিদূ ভূষণ রায় বলেন, ব্লাস্ট একটি ছাত্রাক জাতীয় রোগ। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে বোরো ধানক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ অবস্থায় জমিতে ৪ দিন পর পর কমপক্ষে ৩ বার বিষ প্রয়োগ করতে হবে।