নেত্রকোনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৯ মে ২০১৭, ১৪:৩০
অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে এবার নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
৮ মে ( সোমবার) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৮ মে ( বৃহস্পতিবার) নেত্রকোনার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুরি সফর করবেন।
প্রধানমন্ত্রী সেখানে সংকট ও সম্ভাবনা নিজে সরেজমিনে দেখবেন। তারপর ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলে জানান আওয়ামী লীগ নেতা।
প্রসঙ্গত, অকালবন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয় জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলের ফসল তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় মৎস্য ও জলজ সম্পদের। এরই মধ্যে প্রধানমন্ত্রী গত ৩০ এপ্রিল (রবিবার) সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন করে সেখানে ত্রাণ বিতরণ করেছেন।