চট্টগ্রামে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ‍২

প্রকাশ : ১৬ মে ২০১৬, ১৫:০৮

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রামে বিআরটিসি বাস ও তেলবাহী ট্রেনের (ওয়াগন) সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরো শিশুসহ ৪ জন আহত হয়েছেন। 

সোমবার ( ১৬ মে) বেলা ১১টা নাগাদ নগরী ষোলশহর ২ নম্বর গেট বেবি সুপার মার্কেট সংলগ্ন রেল ক্রসিংয়ে রেল ক্রসিংয়ে বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে আরিফা (৪০) ও সমবয়সী অজ্ঞাত আরেক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর অবস্থায় আহত ৪জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি তেলবাহী ওয়াগন বন্দর থেকে হাটহাজারী যাচ্ছিল। একই সময়ে একটি বিআরটিসি বাস অক্সিজেন থেকে শহরের দিকে আসছিল।২ নম্বর গেট এলাকায় হাটহাজারীর বিদ্যুৎ কেন্দ্রগামী ফার্নেস তেলবাহী ওয়াগনটি সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও শিশুসহ ৪ জন আহত হয়েছে। তবে এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত